Print

Rupantor Protidin

মেরা পিকে লাল-সবুজের পতাকা উড়ালেন ডামুড্যা হাসপাতালের টিএস

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২৫ , ৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

নেপালের সর্বোচ্চ ট্রেকিং পিক হিসেবে খ্যাত মেরা পিকে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন লালন সিদ্দিকী ও রায়হান দোলন। গত ১৫ এপ্রিল নেপালের দুর্গম মাকালু-বরুন ন্যাশনাল ফরেস্টে তাদের এই অভিযান শুরু হয়।

জানা যায়, দীর্ঘ ১০ দিন পাহাড়ি বিপদসংকুল পথে পায়ে হেঁটে তারা ২৪ এপ্রিল বিকেলে ৫২০০ মিটার উচ্চতায় অবস্থিত বেসক্যাম্পে এবং ২৫ এপ্রিল ৫৮০০ মিটার উচ্চতায় মেরা পিকের হাই ক্যাম্পে পৌঁছান। এরপর রাত ২ টা ৪৫ মিনিটে শুরু হয় ৬৪৬১ মিটার উচ্চতার মেরা পিকের শীর্ষ ছোঁয়ার যাত্রা।

সারারাত ধরে বয়ে যাওয়া তীব্র বাতাস আর হাড় কাঁপানো শীত তাদের এই যাত্রাকে কঠিন করে তোলে। কিন্তু অভিযাত্রীদলের পর্বতারোহণের যথাযথ প্রস্তুতি আর হার না মানা মানসিকতা এই বিরূপ আবহাওয়াকে পরাস্ত করে মেরা পর্বতশৃঙ্গে লাল-সবুজের পতাকা উড়িয়ে দেশের জন্য গৌরব বয়ে আনে।

ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাহ আলম সিদ্দিকী বলেন, ‘আজ সকাল ৭টা ২৮ মিনিটের সময় নেপালের মেরা পিকে লাল-সবুজের পতাকা উড়াই। ১০ দিন আগে নেপালের দুর্গম মাকালু-বরুন ন্যাশনাল ফরেস্টে এই অভিযান শুরু করি।

আজ আমরা সফল হয়েছি।’

পেশাগত জীবনে লালন সিদ্দিকী একজন চিকিৎসক কর্মকর্তা আর রায়হান দোলন একজন সিনিয়র সহকারী সচিব।