Print

Rupantor Protidin

বেনাপোল ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২৫ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বেনাপোলে প্রতারনার জালে ফেলে এক নারীর কাছ থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৬ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় থেকে  স্থানীয় জনতা ধরে ৬ নারীকে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত নারীরা হলেন,ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে  ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন,পলাশের স্ত্রী মোর্শেদা,মালিলের স্ত্রি রাবেয়া ও জুয়েলের স্ত্রি নারগিস বেগম।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) পবিত্র বিশ্বাস   জানান, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধু বেনাপোল বাজার থেকে ইজিবাইক চড়ে বাড়ি ফিরছিলেন।  এসময় পথিমধ্যে বোরকা পরা ৬ নারী ঐ ইজিবাইকে উঠে তাকে জিম্মী করে ফেলে। এক পর্যায়ে প্রতারনার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকার দেয়। এসময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করে।  এরা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী জানায় পুলিশ।