Print

Rupantor Protidin

১৫১ টেস্ট খেলে ১১১টিতেই হেরেছে বাংলাদেশ!

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

১৫১টি টেস্টের মধ্যে নিজেদের মাঠে ৮০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে হার ৫৩টিতে, আর জয় এসেছে ১৩টি। শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল ড্র করেছে ১৭টি ম্যাচ। বাংলাদেশ দল দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি ম্যাচ খেলেছে শ্রীলংকায়। এর মধ্যে ১টি জয় পেলেও তারা হেরেছে ১১টিতে।

টেস্ট আঙিনায় বাংলাদেশের যাত্রা ২০০০ সালের নভেম্বর মাসে। ঢাকার তৎকালীন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে অভিষেক টেস্টে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এরপর সাড়ে ২৪ বছরের পথচলায় আরো ১৫০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। দেড়শ টেস্টের মধ্যে বাংলাদেশ জিতেছে সামান্যই। এখন পর্যন্ত ১৫১ টেস্টের মধ্যে মাত্র ২২টি জিতেছে বাংলাদেশ, হার ১১১টি; ড্র হয়েছে ১৮ ম্যাচ।

সর্বশেষ বুধবার সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। এটা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের অষ্টম হার। ২০২১ সালের পর প্রথমবার দেশের বাইরে জিতল তারা। সর্বশেষ জয়ও ছিল এই সিলেটে। বাংলাদেশের সর্বোচ্চ ৮টি টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষেই। দুই দেশ এখন পর্যন্ত ১৯টি টেস্টে মুখোমুখি হয়েছে।

এছাড়া, শ্রীলংকার কাছে ২০টি, ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫টি, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে ১৪টি করে, ভারতের কাছে ১৩টি, পাকিস্তানের কাছে ১২টি, ইংল্যান্ডের কাছে ৯টি, অস্ট্রেলিয়ার কাছে ৫টি ও আফগানিস্তানের কাছে ১টি টেস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশ।

এখন পর্যন্ত শুধু দক্ষিণ আফ্রিকা ও ভারতকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের সঙ্গে ১৫ টেস্ট খেলে ১৩টিতে ও প্রোটিয়াদের সঙ্গে ১৬ টেস্ট খেলে ১৪টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে (২৮টি)। জয়ও এই মাঠেই সর্বোচ্চ (৮টি)। শেরেবাংলায় স্বাগতিকরা হেরেছে ১৭টি, বাকি ৩টি ম্যাচ ড্র হয়।

এছাড়া ১৫১টি টেস্টের মধ্যে নিজেদের মাঠে ৮০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে হার ৫৩টিতে, আর জয় এসেছে ১৩টি। শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল ড্র করেছে ১৭টি ম্যাচ। বাংলাদেশ দল দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি ম্যাচ খেলেছে শ্রীলংকায়। এর মধ্যে ১টি জয় পেলেও তারা হেরেছে ১১টিতে।