কপিলমুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপিথর সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু প্রকাশিত সংবাদের প্রতিবাদে সম্মেলন করেছেন। ২৩ এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২ টায় কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনের আয়োজক ডাবলু লিখিত বক্তব্যে বলেন, আমি কখনও ইউ,পি চেয়ারম্যান কখনও রাজনৈতিক পদে থেকে এলাকায় গণমানুষের সেবা করেছি। আমি দীর্ঘ ৩৮ বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত।
আমার অন্য কোন রাজনৈতিক দল বা নিষিদ্ধ ঘোষিত দলের সাথে কোন সম্পৃক্ততা ছিল না বা নেই। দৈনিক ইনকিলাবের ১৯ এপ্রিল “নাছিরপুর খাল দখল-পাল্টা দখলে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা” এক ডাবলুতেই আতঙ্ক, ২২ শে এপ্রিল দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়াতে “দখলে খুলনার নাছিরপুর জল মহাল।
নেপথ্যে ডাবলুর করসাজি ও ১৯ এপ্রিল দৈনিক সময়ের খবরে “পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান ডাবলুর বিরুদ্ধে খাল দখল, হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ” শিরোনামে আমার বিরুদ্ধে যে খবর প্রকাশিত হয়েছে সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। মূলতঃ খবরটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা রং লাগিয়ে হীন স্বার্থ চরিতার্থে প্রকাশ করিয়েছেন।
খবরে আমাকে জড়িয়ে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হচ্ছে বিএনপি নেতা আবু তালেব নাছিরপুর খালের একটি অংশ দখল করে রেখেছিলেন। সেটা তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর মৎস্যজীবীরা পুনরুদ্ধার করে মৎস্য চাষ করছেন। নাছিরপুর খাল দখলের যে কল্পকাহিনী বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে রচনা করা হয়েছে সেটা আদৌও সত্য নয়, বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। খবরের একটা অংশে আমাকে আন্ডারওয়ার্ল্ডের সদস্য ও সন্ত্রাসী বলা হয়েছে, কিন্তু সেটা মোটেও সঠিক নয়।
লিখিত বক্তব্যে ডাবলু আরও বলেন, আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে আমি ও আমার পরিবারের সদস্যরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছি। তারা আমার ও আমার পরিবারের ঘের দখল, জমি দখল, দোকান দখল ও ফার্মের গবাদি পশু সহ ছাগল লুট করে নিয়েছে। উপজেলা বিএনপির মধ্যে আথলীগের নেতারা আমাকে সর্বোচ্চ মামলা দিয়েছে।
১৯-২২ এপ্রিল আমার বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশিত হওয়া ও অব্যাহত ষড়যন্ত্রের বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি করে ২১ শে এপ্রিল খুলনা জেলা বিএনপি বরাবর আমি একটি লিখিত আবেদন করেছি। আমি ২নং কপিলমুনি ইউনিয়নের ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পর পর দুই বার খুলনা জেলার সর্বাধিক ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই।
এরপর ২০১৬ সালের নির্বাচনে আওয়ামীলীগের নেতারা ভোট কেটে আমাকে পরাজিত করে। তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতি’র খাস আদায়ের মাধ্যমে ইজারাকৃত নাছিরপুর খাল দখলকারী পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ আবু তালেব এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনের আওতায় আনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও খুলনা জেলা বিএনপি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।