Print

Rupantor Protidin

আ.লীগের হামলায় বিএনপি নেতার কবজি বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৩, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের লোকজনের হামলায় ডান হাতের কবজি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য। আহত অন্য দুজন হলেন, মিরাজুল ফকিরের ভাই ইমরান ফকির (৪৭) এবং বাবুল শরিফ (৩৪)। এর আগেও মিরাজ ফকির সন্ত্রাসী হামলার শিকার হয়ে ডান পা হারান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এড়েন্দা বাজারে মিরাজ ফকিরের সঙ্গে প্রতিপক্ষ আওয়ামী লীগের রওশন কাজী গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর বেলা ১টার দিকে সারুলিয়া গ্রামে মিরাজুল ইসলাম ফকিরের বাড়ির ওপর গিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকালে মিরাজ ফকিরের ডানহাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিপক্ষ মো. রওশন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।