Print

Rupantor Protidin

ড. ইউনূসের সঙ্গে হলিউড অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতার সফরে রয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবার। তারা দুজন সেখানে সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

আজ বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিনেতা ইদ্রিস এলবার সাথে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে কাতারের রাজধানী দোহায় আছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।