Print

Rupantor Protidin

মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২৫ , ৬:০০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ের সামনে এই অবরোধ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকদের একজন জানান, গত রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা প্রতিবাদে নামেন।

এ প্রসঙ্গে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে অবরোধের কারণে তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে।