Print

Rupantor Protidin

বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২৫ , ৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তবে ইন্টারপোলের ওয়েবসাইটে গিয়ে বেনজীর আহমেদের রেড নোটিশের কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, গত ১০ এপ্রিল নোটিশ জারি করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।