Print

Rupantor Protidin

দীর্ঘ ২১ বছর পর পিতৃ পরিচয় হারাচ্ছে বুধহাটার রনি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২৫ , ৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরা আশাশুনি উপজেলার ২ নং বুদহাটা ইউনিয়নে ৬ নং ওয়াড়ের উত্তর বুদহাটা গ্রামের রনি পিতৃ পরিচয় হারাতে চাচ্ছে।

ঘটনার সূত্র ৩ মে ২০০৫ সালে জন্ম হয়

শাহিন ইসলাম রনি মাতা হালিমা খাতুনে বরাত দিয়ে যানাযায় প্রায় ২২ বছর আগে রানা ঢালী নামের এক স্কুল শিক্ষক এর কাছে প্রাইভেট পড়ার মাধ্যমে প্রেমের সম্পর্কে পরে বিবাহ হয় বলে জানা যায়। বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল তার বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

বছর ঘুরতে না ঘুরতে হালিমার খাতুনের কোল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান যার নাম রাখা হয় শাহিন ইসলাম রনি। টিকা কার্ড জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেট সনদেও শাহিনের পিতা হিসাবে রানা ঢালির নাম থাকলেও বর্তমানে ভোটার তালিকায় শাহীন নিজের নাম অন্তর্ভুক্তি করার জন্য ইউনিয়ন পরিষদের গেলে সেখানে দেখা যায় ইউনুস নামের এক ব্যক্তির নাম।

শাহিন ইসলাম রনির কি অপরাধ তার নিজস্ব পিতৃ পরিচয়ে ভোটার আইডি কার্ডে অন্তর্ভুক্ত হতে পারবেনা।চতুর শিক্ষক রানা ঢালী হঠাৎ কেন নিজের সন্তান শাহিন ইসলাম রনি দায় এড়াতে চাচ্ছেন। রানা ঢালী নামের ঐ শিক্ষক সুখৌশলে অর্থের বিনিময়ে বুধহাটা ইউনিয়ন পরিষদের সাথে যোগসাজসের মাধ্যমে শাহিন ইসলাম রনির নামটি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারলে তার আগামী পথ চলায় অনেক সুবিধা হবে বলে মনে করছেন রনির পিতা স্কুল শিক্ষক রানা ঢালী।

মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে রানা ঢালীকে শাহিনের পিতৃ পরিচয় সম্পর্কে জানতে কোন শাহিনের পিতৃ পরিচয় থেকে দায় এড়াতে চাচ্ছেন তিনি উত্তরে প্রতিবেদকে বলেন শাহীন আমার সন্তান না ওই মহিলা খারাপ বলে মুঠোফোনের সংযোগ বিছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে শাহিন ইসলাম রনির মাতা হালিমা বলেন আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছি এবং মামলা চলমান আছে বলে জানান পরবর্তী প্রতিবেদনের জন্য রুপান্তর প্রতিনিধি তথ্য সংগ্রহের কাজ করছে।