Print

Rupantor Protidin

তিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ৫ মন্ত্রী ও সেনা কর্মকর্তা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২৫ , ২:৪৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুর মহানগরীর গাছা থানার তিন হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক পাঁচ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক মো. ওমর হায়দার আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

আদালত থেকে বের করে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করে।

গ্রেপ্তার দেখানো আসামীরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসির সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মজুমদার।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসানউল্লাহ চৌধুরী জানান, গাছা থানার তিনটি হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।

এদিকে আসামিদের আদালতে হাজির করার আগে পরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পৃথক দুটি প্রিজনভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং অন্য আসামিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।