Print

Rupantor Protidin

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ৭:০৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় বাড়ি ফেরার পথে এম্বুলেন্সের ধাক্কায় বিজিবি সদস্য (অবঃ) আমজাদ হোসেন সরদার মৃত্যুবরণ করেছেন।

ঘটনাটি ২০ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাজ শেষে অবসারপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেন সরদার (৬৮) বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনার ঘটে। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের মৃত্যু মান্দার সরদারের ছেলে।

সংশ্লিষ্টরা বলছে, ভ্যান যোগে গদাইপুর কর্মকার পাড়ার সামনে প্রধান সড়কের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এম্বুলেন্সের ধাক্কায় তিনি রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। প্রথমে পাইকগাছা হাসাপাতালে নেয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পরিবারের লোকজন তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

সর্বশেষ সোমবার সকাল ৭ টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় উল্লেখিত ক্লিনিকে মৃত্যুবরণ করেন বলে তার ভাই শহিদুল ইসলাম জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।