Print

Rupantor Protidin

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের নাশকতা মামলা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার ঘটনায় ৭৩ জন নেতাকর্মীকে আসামি করে খুলনার হরিণটানা থানায় নাশকতা মামলা করেছে পুলিশ। থানার এস আই মোনায়েম হোসেন বাদি হয়ে সোমবার মামলাটি দায়ের করেন।

হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, মামলায় আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার সকাল ৭টায় জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে আড়ংঘাটা ও খালিশপুর থানা এলাকায় মিছিলের ঘটনায় আরও ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আড়ংঘাটা থানা পুলিশ ১০ জন ও খালিশপুর থানা পুলিশ ৭ জনকে আটক করেছে।