Print

Rupantor Protidin

সাতক্ষীরায় ব্লাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে ২ নারী আটক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ১:৫১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরা শহরে ব্লাকমেইলের মাধ্যমে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকার শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী বড়বাজারের মাছ ব্যবসায়ী ও উত্তর কাটিয়ার আবু সাঈদের ছেলে মিজানুর রহমান বলেন, জোসনা খাতুন এক সময় তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝে মধ্যে তিনি তার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে ১,৩০০ টাকা ফেরত দেওয়ার কথা বলে জোসনা খাতুন তাকে বাসায় ডাকেন।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। বসার দুই মিনিটের মধ্যে ৮-১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করে। পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। অনেক অনুরোধের পর তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। আমি শালক নুরুর মাধ্যমে টাকা পাঠাই। টাকা পাওয়ার পর তারা আমাকে ছেড়ে দেয়।

পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়।

মিজান আরও অভিযোগ করেন, এই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্লাকমেইল করে টাকা আদায় করেন। আমি এদের কঠোর শাস্তি চাই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।