Print

Rupantor Protidin

চানখারপুলে ৬ জনকে হত্যা

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ১:৪৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তদন্ত সংস্থা।

সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে ওঠে এসেছে। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করেছে পুলিশের এই ৮ সদস্য।

চিফ প্রসিকিউটর বলেন, গত বছর ৭ অক্টোবর এই মামলার তদন্ত শুরু হয়ে ২০ এপ্রিল শেষ হয়েছে। ৯০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বিভিন্ন দালিলিক তথ্য তথ্য প্রমাণ এবং ৭৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

তাজুল ইসলাম আরো বলেন, গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের পর এই প্রথম কোনও মামলার চার্জশিট দাখিল করা হলো। এখন ফরমাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। তারপর অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে।

ট্রাইবুনাল ১৫ দিনের মধ্যে পলাতক আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পলাতক আসামিরা হাজির না হলে তাদের পক্ষে আইনজীবী নিযুক্ত করা হবে। এরপর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে।