Print

Rupantor Protidin

‘আপা চলেন প্রেম করি’, বলেই প্রপোজ করেন জামিল: মুন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ১:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

চলতি মাসের রোববার (৬ এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।

এদিকে, বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই কাটছে নতুন এই দম্পতির সময়। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়।

মুনকে প্রেমের প্রস্তাবটা অবশ্য জামিলই দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন সেই গল্প।

অভিনেত্রী বলেন, আমরা একে অন্যেকে আপনি করে বলতাম। একদিন জামিল এসে বললো, আপা চলেন প্রেম করি। প্রথমে মনে হয়েছিল, না কেনো! পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি।

জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন, মীরাক্কেলে জামিলের অভিনয় দেখতাম। তখন থেকেই ভালো লাগা ছিল। এরপর একজসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে, মানুষটা ভীষণ জেন্টেলম্যান….।

জামিলের স্ত্রী মুনের পরিচয় সম্পর্কে জানা গেছে, জামিলের স্ত্রী মুন ছোট পর্দার অভিনেত্রী। মুনমুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমান, যেখানে তিনি মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

পড়াশোনা পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে করতেন মুনমুন। তিনি ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত দর্শক মহলে জায়গা করে নেন। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে এবং দশর্কমহলে জনপ্রিয়তা লাভ করেছেন।

বিজ্ঞাপন ও নাটকের বাইরে মুনমুন সিনেমাতে কাজ করেছেন। তিনি ‘কাগজ’ সিনেমাতে অভিনয় করেছেন।

অন্যদিকে, মীরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন।