শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকায় বিএম কলেজ সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা লোকটিকে হত্যার পর মরদেহ ওই রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পাশের একটি ধানক্ষেতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, অজ্ঞাতনামা মরদেহের গায়ে সাদা স্ট্রাইপ শার্ট ও পরনে চেক লুঙ্গী ছিল। গলায় তার পেঁচানো ছিল। বয়স হবে আনুমানিক ৪০ বছরের মতো। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন খুঁজে বের করা হবে।