Print

Rupantor Protidin

মণিরামপুরে আলমসাধু উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৫ , ৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুরে একটি ইঞ্জিনচালিত ভ্যান (আলমসাধু) সেতুর ওপর উল্টে চালক মারা গেছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহকারী ও পথচারী আহত হন।

নিহত রাকিব হোসেন (২৩) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোকাম হোসেনের ছেলে।

আহতরা হলেন চালকের সহকারী হাসান আলী (২২) এবং পথচারী সম্রাট হোসেন (১৫)।

আজিবার রহমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মণিরামপুর থেকে একটি আলমসাধু দ্রুতগতিতে ঢাকুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে খালকান্দা সেতুর ওপর উঠতে গিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে আলমসাধুটি সেতুর ওপর উল্টে যায়। এ সময় আলমসাধুচালকের সহকারী ছিটকে পড়েন।

আর চালক আলমসাধুর নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।