Print

Rupantor Protidin

মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন ২৩ এপ্রিল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৫ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ অভিযোগপত্রের শুনানি হয়। শুনানিতে অভিযুক্ত হিটু শেখসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘আছিয়া হত্যা মামলায় ইতিপূর্বে পুলিশ প্রশাসন তদন্ত প্রতিবেদন দিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল শেষে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসেছে।

রবিবার বিচারক এম জাহিদ হাসান মামলার নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। পাশাপাশি আগামী ২৩ এপ্রিল চার্জ গঠনের জন্য দিন ধার্য করেছেন।

পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, গত ১ মার্চ আছিয়া বেড়াতে আসে তার বোনের শ্বশুরবাড়িতে, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে। ৫ মার্চ রাতে হিটু শেখ শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান এবং শ্বাসরোধে হত্যাচেষ্টা করেন। পরদিন শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় ছোট্ট আছিয়া। ৮ মার্চ, শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র ও টেলিভিশনে শিশু আছিয়ার জন্য বিচারের দাবিতে প্রতিবাদ জানানো হয়। চার্জশিটের পর মামলাটি এখন বিচারিক পর্যায়ে প্রবেশ করেছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।