Print

Rupantor Protidin

চৌগাছায় সন্ত্রাসী বাবু আটক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৫ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় একাধিক মামলার আসামি আইয়ুব হোসেন বাবুকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। ছদ্মবেশ ধারণ করে তাকে আটকের পর চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর বাবু অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে বাবু যশোর জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু চৌগাছা বিশ্বাসপাড়ার ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। রয়েছে চৌগাছা থানায় একাধিক মামলা । গত ১৯ এপ্রিল রাতে বাবু একটি দোকানে ক্যারাম খেলছিলেন।

এমন সময় ছদ্মবেশে র‌্যাবের এক সদস্য সেখানে যায়। ক্যারাম খেলা শুরু করে বাবুর সাথে। কিছু সময়ের মধ্যে র‌্যাবের গাড়ি ও অন্যান্য ফোর্স যে বাবুকে গ্রেফতার করে। পরে বাবু বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।

থানায় পৌঁছানোর পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাত ১২টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাসেল জানান, ছদ্মবেশে বেশ কয়েকদিন ধরে একটি টিম বাবুকে গ্রেফতারে মাঠে নামে। একপর্যায়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও তিনি ভুক্ত আসামি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সুস্থ অবস্থায় তাকে থানায় হস্তান্তর করা হয়। তবে বাবু শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও তিনি জানান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাবুর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। র‌্যাবের কাছ থেকে বুঝে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।