Print

Rupantor Protidin

মাগুরার শালিখায় বিয়ে বাড়িতে

অতিরিক্ত মদ্যপানে বরযাত্রীর যশোরে মৃত্যু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৫ , ৩:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার শালিখা উপজেলার গোবিন্দপুর গ্রামে এক বিয়ে বাড়িতে অতিরিক্ত মদ্যপানের কারণে অনুপ বিশ্বাস (৫৫) নামে এক বরযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার কয়েক মিনিট পরই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত অনুপ বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দাস বাইশা গ্রামে। তার পিতার নাম সূর্যকান্ত বিশ্বাস।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে অনুপ বিশ্বাসকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলে সকাল ৬টার কিছু পরই কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অতিরিক্ত অ্যালকোহল সেবনজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

স্বজনরা জানান,শালিখা উপজেলার ধোপা বাইশা গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে রকি বিশ্বাসের বিয়েতে বরযাত্রী হিসেবে গোবিন্দপুর গ্রামে যান অনুপ বিশ্বাস। শুক্রবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া-দাওয়ার পর বরযাত্রীরা মদ্যপান করেন। অনুপ বিশ্বাস অতিরিক্ত মদ্যপান করায় রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শ্বশুরবাড়িতে শোয়ানো হয়। সেখান থেকে রাতেই মালিয়া গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে শনিবার ভোরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। শনিবারই হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।