Print

Rupantor Protidin

১ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৫ , ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বিনা উইকেটে ৩১ রান তুলে ভালো শুরুর আভাস দিলেও ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদমান। আউট হয়েছেন ১২ রানে।

আরেক ওপেনার মাহমুদুল হাসানকেও ফেরান নিয়াউচি। গুড লেংথের ষষ্ঠ স্টাম্পে করা বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৪ রানে ফিরেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে করেছে ৩৬ রান। ক্রিজে আছেন মমিনুল হক।

তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনই করেছেন সমান ২ রান করে।