Print

Rupantor Protidin

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ডেঞ্জার সোহাগ’ গ্রেফতার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর জেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত হাসান আলী সোহাগ ওরফে ‘ডেঞ্জার সোহাগ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাতে যশোর কোতয়ালী মডেল থানাধীন বলাডাংগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র ও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালের জানুয়ারিতে যশোরে একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামিদের একজন ছিল সোহাগ। মামলার তদন্তে উঠে আসে, পূর্ব শত্রুতার জেরে রানা নামের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‌্যাব-৬ জানায়, অভিযুক্ত সোহাগ জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে গেলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে এবং আইনানুগ কার্যক্রমের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে।

র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।