Print

Rupantor Protidin

যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ভর্তি ৫ জন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে হাজী বিরিয়ানি খেয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার ১৭ এপ্রিল তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত মোসলেম আলীর ছেলে বাচ্চু হোসেন (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (২৭), ছেলে জাহিদ হোসেন (১৩), সদর উপজেলার ইছালী ইউনিয়নের গাঁওভরা গ্রামের লিয়াকত আলীর ছেলে শাহ্ আলম (৩০) ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে টিপু সুলতান (২৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন।

অসুস্থ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ও তার স্ত্রী সন্তান হাজী বিরিয়ানি ঘর থেকে বিরিয়ানি কিনে খান। পরে গভীর রাতে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে টিপু সুলতানের অবস্থা গুরুতর। খাদ্য বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।