Print

Rupantor Protidin

যশোরে শালিসের নামে বাড়ি ভাঙচুর, বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ৯:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে শালিস বৈঠকের নামে সেমিপাকা বাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা এবং চাঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হালিম।

শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত ১৬ এপ্রিল গভীর রাতে করিচিয়া গ্রামে রাস্তা নির্মাণ সংক্রান্ত একটি শালিস বৈঠকে গোলাম মোস্তাফা ও আব্দুল হালিম উপস্থিত হন। সেখানে তারা স্থানীয় বাসিন্দা মালেকা বেগমের সেমিপাকা বাড়ি ভাঙচুর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে শাকির আহমেদ অভিযোগ করেন, প্রতিবেশী ফজরের সঙ্গে রাস্তার জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য বিএনপি নেতাদের ডেকে আনা হয়। কিন্তু শালিসের নামে তারা তিনটি সেমিপাকা বাড়ি ভেঙে রাস্তা তৈরি করে এবং লুটপাট চালায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।