Print

Rupantor Protidin

গণহত্যার বিচার ও আ. লীগ নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার : আবু হানিফ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ৮:১৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, অন্তবর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ হলো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এগুলোই হবে সবচেয়ে বড় সংস্কার। সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত সময়ের ভেতরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।

শনিবার বিকেলে যাত্রাবাড়ী থানার সামনে অনুষ্ঠিত শহীদি মার্চে সংহতি জানিয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

জুলাই গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত আওয়ামী লীগ-যুবলীগসহ অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ ঘোষণা, গণহত্যায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ‘জুলাই মঞ্চ’। এরই ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত হয় শহীদি মার্চ।

এতে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকার মানুষের যে ভূমিকা ছিলো তা অনস্বীকার্য। এই এলাকার মানুষ বুলেটের সামনে জীবনের মায়া ত্যাগ করে তারা হাসিনার পতন নিশ্চিত করেছেন।

ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়ন্ত্রণ নিতে পারলেও যাত্রাবাড়ী এলাকা নিয়ন্ত্রণ নিতে পারেনি। এই এলাকায় আওয়ামী প্রশাসন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িতরা অনেকেই আটক হয়নি।

তিনি বলেন, সরকারের নমনীয়তা এবং সরকারের ভিতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।
কেননা এই সরকার যাদের জীবনের বিনিময়ে ক্ষমতায় বসেছে তারা সেই শহীদদের রক্তের সাথে বেঈমানী করছে, গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতরা রাস্তায় নামছেন। প্রশাসনে থাকা আওয়ামী দূর্বত্তরার্বত্তরা আওয়ামী লীগকে রাস্তায় নামার সুযোগ করে দিচ্ছে।

জিওপি নেতা বলেন, এই সরকার বার বার সংস্কারের কথা বলছে। তারা গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার করছে- এটা জনগণের প্রশ্ন।

এই সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এটাই হবে বড় সংস্কার। সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, জুলাই মঞ্চ গত দুই মাস ধরে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে গণহত্যার বিচারের দাবিতে। সবার প্রতি আহ্বান, গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হোন।