Print

Rupantor Protidin

সাতক্ষীরায় ১৩ কেজি রুপা জব্দ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে প্রায় ১৩ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে এসব রুপা জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক কালবেলাকে বলেন, ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রুপা জব্দ করে। জব্দ করা রুপার বাজারমূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

তিনি আরও বলেন, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।