Print

Rupantor Protidin

চলতি বছর ভারতে যেতে আগ্রহী ইলন মাস্ক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক শনিবার জানিয়েছেন, তিনি চলতি বছর ভারতে সফর করতে আগ্রহী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকালকের ফোনালাপের পর এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলা সম্মানের ছিল। আমি এ বছর ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’

ফোনালাপের পর মোদিও জানান, দুজনের মধ্যে মহাকাশ, পরিবহন ও প্রযুক্তিসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে, যা তাদের মধ্যে এর আগে ওয়াশিংটনে সাক্ষাতে আলোচনার বিষয় ছিল।প্রধানমন্ত্রী লেখেন, ‘আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিপুল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এই খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারি এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

নিজেকে প্রধানমন্ত্রী মোদির ‘ভক্ত’ বলেও পরিচয় দেন ইলন মাস্ক। আগেও তার ভারত সফরের পরিকল্পনা ছিল, কিন্তু গত বছর ‘টেসলার ভারি দায়িত্বের’ কারণে সেটি স্থগিত হয়।

পরে তিনি জানান, ২০২৪ সালে ভারত সফর করবেন, কিন্তু তা-ও বাস্তবায়িত হয়নি।

মাস্ক ও মোদির ফোনালাপ এমন এক সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যযুদ্ধে জড়িত। উভয়পক্ষের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি চিনপিং তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেননি।

মাস্কের ব্যবসায়িক দৃষ্টি এখন ভারতের দিকেও।

এর মধ্যে রয়েছে তার বৈদ্যুতিক গাড়ি ব্র্যান্ড টেসলার ভারতীয় বাজারে প্রবেশ এবং স্টারলিংক ইন্টারনেট পরিষেবার সম্প্রসারণ। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ চলছে, যেটির মাধ্যমে টেসলা উপকৃত হওয়ার আশা করছে। শুল্ক কাঠামো আরো সুবিধাজনক হলে প্রতিযোগিতামূলক ভারতীয় বাজারে টেসলার গাড়ি সহজেই প্রবেশ করতে পারবে।

টেসলা ইতিমধ্যে ভারতে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু করেছে। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে চার হাজার বর্গফুট জায়গা ভাড়া নেওয়া হয়েছে, যেখানে কিছু পার্কিং সুবিধাও রয়েছে।

দিল্লি ও মুম্বাইতে আরো কিছু জায়গা ভাড়ার কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

এ ছাড়া বিশ্বের মধ্যে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে রয়েছে ভারত। সোশ্যাল মিডিয়া ও ফিনটেক খাতেও দেশটি দ্রুত বাড়ছে, যা স্টারলিংকের মতো প্রতিষ্ঠানের জন্য বড় বাজার হয়ে উঠতে পারে। তবে এখনো নিরাপত্তা ও নিয়ন্ত্রক বাধা অতিক্রম করার চেষ্টা করছে সংস্থাটি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল সম্প্রতি দিল্লিতে স্টারলিংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেছেন, যেখানে ভারতে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।