Print

Rupantor Protidin

যবিপ্রবির বাসচালকের ওপর হামলা, অভিযুক্ত দুই সহকর্মী

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৫ , ৭:০২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৬, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গ্যারেজে ঘুমানো নিয়ে কথা কাটাকাটির জেরে এক বাসচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের দুই মাইক্রোবাস চালকের বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (লাল্টু)।

তিনি যশোরের সদর উপজেলার ইছালী ইউনিয়নের জগমহনপুর গ্রামের বাসিন্দা এবং যবিপ্রবির বাসচালক হিসেবে কর্মরত।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে রাতে ঘুমানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই মাইক্রোবাস চালক সোহাগ (৩২) ও আনোয়ার হোসেন (৩৫) লাল্টুকে কাঠের লাঠি ও ইট দিয়ে মারধর করেন। এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও অন্যান্য চালকেরা তাকে উদ্ধার করে রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।