Print

Rupantor Protidin

মণিরামপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৫ , ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

জমাজমি সংক্রান্ত কোন্দলের জের ধরে আব্দুল কাদের বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে মনিরামপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

গতকাল সোমবার মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সালাম বিশ্বাসের পুত্র দেলোয়ার হোসেন প্রতিবেশী আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের ৮ শতক পৈত্রিক সম্পত্তি কাদের বিশ্বাস ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রায়ই দখল করতে আসেন। দেলোয়ার হোসেন ও তার লোকজন এ ব্যাপারে প্রতিবাদ করলে কাদের বিশ্বাস এবং তার সন্ত্রাসী লোকজন তাদের মারপিট করে। সর্বশেষ গত ৫ এপ্রিল রাতে স্থানীয়ভাবে এ বিষয়ে একটি সালিশ মীমাংসা বসলে সেখানে কাদের বিশ্বাস ও তার লোকজন দেলোয়ার হোসেনকে ধারালো বটি দিয়ে হত্যা করার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজনের হস্তক্ষেপে কাদের বিশ্বাস ও তার সন্ত্রাসী লোকজনের হাত থেকে দেলোয়ার হোসেন রক্ষা পান। পরে কাদের বিশ্বাস ও তার লোকজন দেলোয়ার হোসেনকে খুন- গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সে কারণে ওই দিন সালিশ মীমাংসা বৈঠক ভেস্তে যায়।

এ ব্যাপারে দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান আমি আইনের আশ্রয় নিয়েছি, আমি প্রশাসনের মাধ্যমে সুবিচার প্রার্থনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদের বিশ্বাস সকল অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে জোরপূর্বক তাদের লাগানো ধান কাটার বিষয় স্বীকার করেছেন। তবে এ বিষয়ে কোন দালিলিক প্রমাণ দেখাতে পারেনি।