যশোরের ঝিকরগাছা থেকে অপহৃত যুবক মো. আবু সুফিয়ানকে (২৯) গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় অপহরণকারী মো. রোমান মোল্লাকে (২১) গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকায় সার গোডাউনের পেছন থেকে ওই অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়ায় মো. আবু সুফিয়ান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ও গ্রেপ্তার মো. রোমান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে মো. আবু সুফিয়ানকে উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে অপহরণকারী মো. রোমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, রোমান মোল্লা মেয়ে সেজে মোবাইলে অপহৃত মো. আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে তার বাড়িতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। যারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও জানায় ওসি।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ওই ওসি।