Print

Rupantor Protidin

মহেষখালিতে কথা কাটাকাটির জের, আটক ১

ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপির কর্মী মৃত্যু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৪, ২০২৫ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৪, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

কক্সবাজারের মহেশখালীতে কথা-কাটাকাটির তুচ্ছ ঘটনার জেরে রশিদ (৫০) নামের এক বিএনপির নিবেদিত কর্মীকে লাঠির আঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা অমীতের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকার লাল মিয়ার পুত্র। এদিকে দুপুর দেড়টার দিকে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহজনক কামরুল নামে একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদোষীরা জানান, নিহত রশিদের নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় একই এলাকার ছাত্রলীগ ক্যাডার অমীতের দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় লাঠির আঘাত করেন ছাত্রলীগ কর্মী অমিত। এতে তিনি মাটিতে লুটে পড়ে এসময় স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

নিহত রশিদের ভাইপো জাহেদ জানান, তাঁর সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না অমিতের । তবে অভিযুক্ত অমীতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিক অভিযোগ রয়েছে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।