Print

Rupantor Protidin

রেলযোগাযোগ বিচ্ছিন্ন

যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যূত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৪, ২০২৫ , ২:৫০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৪, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর রেলওয়ে স্টেশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যূত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যূত হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যূত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যূত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকী বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তবে লাইনচ্যূত বগিটি রেললাইনে থাকায় রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লাইনচ্যূত বগিটি সরিয়ে নেওয়ার পর রেলযোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।

তবে এ ব্যাপারে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।