Print

Rupantor Protidin

কেন্দুয়ায় চৈত্রসংক্রান্তিতে খনার মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২৫ , ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

“জল ভালা ভাসা, মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্যকে সামনে নেত্রকোণার কেন্দুয়ায় চৈত্রসংক্রান্তি উপলক্ষে খনার মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার আঙ্গারোয়া গ্রামে প্রতিষ্ঠিত “মঙ্গলঘর পরিসরের” আয়োজনে এবং গ্রামবাসী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

আজ সূর্যোদয়ের সাথে সাথে এ মেলার কার্যক্রম শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। এ অনুষ্ঠানের গ্রামীণ সংস্কৃতির পালাগান, কবিতা, বাউলগান, কিচ্ছাপালা, গাইন-গীতসহ লুকায়িত সংগীতের বিভিন্ন ধারা, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা, গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরেন কবি, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পরা।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে ছিল কৃষি উপকরণের প্রদর্শনী। মেলায় গান পরিবেশন করেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন, শেফালি গায়েন ও শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তাঁর দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতিসহ শতাধিক সঙ্গীত শিল্পরা।

ব্যতিক্রমী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে কবি ও সংস্কৃতিকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষের আগমন ব্যাপক সমাগম ঘটে।