Print

Rupantor Protidin

সাতক্ষীরায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা পেল হাজারো মানুষ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২৫ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, দুর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিংবাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে মেডিকেল ক্যাম্প হবে। সেই অনুযায়ী আজ আমরা চিকিৎসা সেবা নিয়ে এসেছি।

মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেন, আজ আমরা এখানে প্রায় এক হাজার রোগী দেখব। তাদের জন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। শুধু এখানেই নয়, দেশের যেকোনো অঞ্চলে যেখানেই মানুষ অসহায়—সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদের আত্মীয়। তাদের সহযোগিতায় কাজ করতে পারলে বাংলাদেশ সেনাবাহিনী গর্ববোধ করে। যে কোনো সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব— এটাই আমাদের অঙ্গীকার। যদি প্রয়োজন হয়, এখানে আরও মেডিকেল ক্যাম্প করা হবে।

চিকিৎসা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন হাজারো নারী, পুরুষ ও শিশু।

উল্লেখ্য, গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের নির্মিত বেড়িবাঁধ খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।