Print

Rupantor Protidin

দৈনিক দৈনন্দিন এর প্রতিনিধি সভা ও কর্মশালায় বক্তারা

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই দৈনন্দিনের মূল অঙ্গীকার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৫ , ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

জেলার বহুল প্রচারিত, সত্য প্রকাশে আপোষহীন পত্রিকা দৈনিক দৈনন্দিন এর প্রতিনিধি সভা ও কর্মশালা শনিবার ১২ এপ্রিল কক্সবাজার শহরের অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দু শুক্কুর এর সভাপতিত্বে সদর প্রতিনিধি নুরুল ইসলামের কোর-আন তেলোয়াতের মাধ্যমে সকাল ১১টায় উক্ত সভা ও কর্মশালা শুরু হয়।

প্রতিনিধি সভা ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইকবাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই দৈনিক দৈনন্দিনের মূল অঙ্গীকার। পত্রিকার প্রতিনিধিরাই মাঠের মূল শক্তি, তাঁদের নিরলস পরিশ্রমেই পাঠকের আস্থা অর্জন সম্ভব।” এছাড়া তিনি আরও বলেন, “সংবাদকর্মীদের বিপদ-আপদের সময় দৈনিক দৈনন্দিন পরিবার সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিচালনা সম্পাদক গিয়াস উদ্দিন, বার্তা সম্পাদক সাইদুল হক চৌধুরী, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, রামু প্রতিনিধি এএইচএম জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার মহেশখালী সাহাব উদ্দিন সিকদার, বিশেষ প্রতিনিধি বান্দরবান আদিল আহমেদ চৌধুরী, স্টাফ রিপোর্টার উখিয়া সালাহ উদ্দিন, চকরিয়া উপজেলা প্রতিনিধি ফরিদা ইয়াছমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল ফরহাদ, টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিন, ক্রাইম রিপোর্টার উখিয়া-টেকনাফ আরফাতুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান, স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দীন, কুতুবদিয়া প্রতিনিধি রাইতুল ইসলাম রাহাত, শহর প্রতিনিধি একরামুল হক শামীম, ঈদগাঁও প্রতিনিধি ফাহিম ইসতিয়াক হাদি, শহর প্রতিনিধি তারেক মোঃ ইকবাল, বিজ্ঞাপন ম্যানেজার তৌহিদুল ইসলাম।

কর্মশালায় বক্তারা সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের চ্যালেঞ্জসহ নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি ও অতিথিদের অভিজ্ঞতা ও মতামত গ্রহণের মাধ্যমে কর্মশালাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।