Print

Rupantor Protidin

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি বাংলাদেশ-রাশিয়ার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৫ , ৮:০৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্রসচিবকে অবহিত করেছেন। রাষ্ট্রদূত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে পারস্পরিক সহায়তার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রসচিব আশ্বস্ত করেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত অনুশীলন এবং জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বহুপাক্ষিক ফোরামে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। উভয়পক্ষ দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং অনেক আন্তর্জাতিক বিষয়ে তাদের অভিন্ন মতামতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।