Print

Rupantor Protidin

‘মার্চ ফর গাজা’:

সালাহউদ্দিনের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিকেল ৩টায় মূল কর্মসূচি শুরু হয়। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত।

এরপর ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মূল স্টেজে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি প্রমুখ।