Print

Rupantor Protidin

সীমান্তের ইছামতী নদীতে থেকে বাংলাদেশি যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৫ , ২:৫৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপি–সংলগ্ন হুদাপাড়া এলাকায় ইছামতী নদীতে এক বাংলাদেশি যুবকের লাশ ভেসে ওঠে। লাশটি ভারতের সীমানার মধ্যে ছিল। শুক্রবার (১১ এপ্রিল) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হুদাপাড়া এলাকার ইছামতী নদীতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাংলাদেশি কৃষকেরা। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে নিশ্চিত হন, মৃতদেহটি ভারতের অংশে রয়েছে।

তাঁরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে ভারতীয় অংশে পড়ে থাকতে দেখেন।

নিহতের লাশ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকায় নদীতে ভেসে ওঠে বলে জানা গেছে। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফকে জানায়। রাত ১০টার দিকে বিএসএফ সদস্যরা মৃতদেহটি নদী থেকে নিয়ে যান।

মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বলেন, বিভিন্ন মাধ্যমে কথা বলে নিশ্চিত হয়েছেন, মৃতদেহটি বাংলাদেশি এক যুবকের। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, লাশটি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা ওয়াসিম আলীর হতে পারে।

ওয়াসিম কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে তা এখনো নিশ্চিত নয়। বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হতে পারে।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মৃতদেহটি নদীর ভারতীয় অংশে ছিল বলে শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা দাবি নিয়ে আসেননি। বিএসএফের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাঁরা বিএসএফের পক্ষ থেকে তথ্য জানার অপেক্ষায় রয়েছেন।

কয়েক দিন আগে ওয়াসিমসহ কয়েকজন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তখন বিএসএফ তাঁদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ওয়াসিমের আর খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে, ওয়াসিম বিএসএফের হাতে ধরা পড়েছেন।