Print

Rupantor Protidin

সর্বোচ্চ ইনিংস, দ্রুততম শতরান, রেকর্ড জয় বাংলাদেশের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২৫ , ৫:২৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১০, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

আজ (বৃহস্পতিবার) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ।

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার। জবাবে ২৮ দশমিক ৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট হয়ে গেছে থাই মেয়েরা। পাঁচটি করে উইকেট শিকার করেছেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না থাইল্যান্ডের। দলীয় ৩৮ রানের মাথায় তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা। ২৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন থাই ওপেনার ছানিদা সুথিরুয়াং। পরপর আরও দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলেন ফাহিমা। এরপর তোপ দাগেন জান্নাতুল। একের পর এক উইকেটের উৎসবে শেষ পর্যন্ত ৯৩ রানে গুটিয়ে গেছে থাই মেয়েরা।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করেন। দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন মিলে শতরানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। আউট হওয়ার আগে ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা। চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারও বড় জুটি গড়েন শারমিন। ১৩৮ বলে ১৫২ রান এসেছে এই জুটি থেকে। তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও এটি।

ওয়ানডে ক্যারিয়ারে ৫৩টি ম্যাচ খেলে ফেললেও এতদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি জ্যোতি। আজ সে অপেক্ষা ঘুচেছে। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক পেরোলেন জ্যোতি। ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বলে সেঞ্চুরির দিনে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েন টাইগ্রেস অধিনায়ক। ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১০১ রানে জ্যোতি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শারমিন। ১২৬ বলে ৯৪ রান এসেছে টাইগ্রেস এই ব্যাটারের ব্যাট থেকে।

প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল পরের ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান।