Print

Rupantor Protidin

টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত সহ ৬ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১০, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

গত ৫ ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের উপর হামলার সময় সন্ত্রাসীদের নেতৃত্বদানকারী শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।
গোয়েন্দা সূত্র মোতাবেক জানা যায়  তিনি বিভিন্ন সময় অস্ত্রসহ মাদকসম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চার করার জন্য শোডাউন করেন। একই সাথে তিনি মাজারবস্তিতে বিভিন্ন স্পটে মাদক বিপণন করেন। পূর্বে যৌথ বাহিনীর অভিযানে শোডাউনের সময় তিনি পলায়ন করে। পরবর্তীতে গত ২৭ মার্চ টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় তিনি একজন সংবাদ কর্মীকে প্রাণনাশের উদ্দেশ্যে ফাঁকা গুলি করেন বলে টঙ্গী পূর্ব থানা হতে অভিযোগ পাওয়া যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাবের একটি চৌকষ আভিজানিক দল তাকে ৯ তারিখ ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-১ নিয়ে আসা হয়। অস্ত্র ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুব উগ্রভাবে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তার এন্ড্রয়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তির একটি নির্দিষ্ট স্থানে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ টাকার ভিডিও এবং ছবি পাওয়া যায়।  প্রাপ্ত ছবি এবং ভিডিও এর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় এবং ভিডিওতে প্রাপ্ত ঘর থেকে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।
রিভলভারটি ভারতে স্থানীয় ভাবে তৈরি করা বলে প্রাথমিকভাবে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম @ কিং বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায় যেখানে আসামী সৈকত সেলসম্যান হিসেবে কাজ করে। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মাদক স্পটে গোপন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শর্ট গান এমুনিশন পাওয়া যায়।
ইতিপূর্বে র‍্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুন্ঠিত গ্যাস গান কর্টিজ উদ্ধার করেছিল।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি ৪ ই আগস্ট ছাত্রদের উপর গাজীপুর এবং টঙ্গীতে প্রকাশ্যে গুলি বর্ষন করে  হামলা চালায়। এ সংক্রান্তে তিনি একটি গোপন ফেসবুক গ্রুপে পোস্ট করেন বলে জানা যায়। পরবর্তীতে সরকার পতনের পর তিনি পোস্টটি ডিলিট করেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন।
মাদকসম্রাট রবিউল ইসলাম @কিং বাবুর মাদক স্পট থেকে আরো পাঁচজন মাদক সেবনকারীকে পাওয়া যায়। তাদের কাছ থেকে প্রায় ১৯৫ গ্রাম হেরোইন  উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত হিরোইন ল্যাব টেস্ট করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান র‍্যাব।