Print

Rupantor Protidin

যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৫ , ৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-ঢাকা রোডের বাঁশতলা এলাকায় একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডরে ঘটনা ঘটেছে। আগুনে দোকানটি ভস্মিত হওয়ায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। আজ বুধবার ভোরে শহরের ঢাকা রোড বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে। এরপর তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ জানান,আগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডরে কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
দোকানের মালিক যশোর শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান,বাঁশতলা এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা করে আসছেন। দোকানের সাথে তার কারখানাও ছিলো। গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাÐে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।