Print

Rupantor Protidin

কালীগঞ্জে সাড়ে ৭ হাজার কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ১:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহ কালীগঞ্জে প্রায় সাড়ে ৭ হাজার কৃষককে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, মুসুরী ও শীতকালীন পেঁয়াজ বীজসহ সার প্রদান করা হয়েছে। উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ২০২৩- ২৪ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরন বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি। এছাড়াও অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৫ হাজার কৃষককে সরিষা, ১২ শত কৃষককে ভূট্টা, ৩’শত কৃষককে গম, ৫’শত কৃষকতে মসুর বীজ এবং সূর্ষমূখী, মুগ ও খেসারীসহ আরো অন্যান্য বীজসহ মোট ৭ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার প্রদান করা হয়।