Print

Rupantor Protidin

মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৫ , ৮:২৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ঘন্টা ব্যাপী কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাঠিলা সীমান্তের শুন রেখায় এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী চলা পতাকা বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএনএফ) হাতে আটক গোপালগঞ্জ জেলার ভোমড়াশুর গ্রামের তাপস বিশ্বাসের ছেলে র্তীথ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কামার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাসকে (১৫) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেন।

মহেশপুরের মাঠিলা সীমান্তে ঘন্টা ব্যাপী চলা পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএনএফ) ৫৯ ব্যাটালিয়নের রনঘাট কোম্পানী কমান্ডার এসি অভিষেক কুমার ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের মাঠিলা কোম্পানী কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান। পরে বিজিবির সদস্যরা র্তীথ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে মহেশপুর থানায় সোপর্দ্দ করে।