Print

Rupantor Protidin

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হলেন চৌগাছার কামাল উদ্দিন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৫ , ৮:২২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়) সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালায়ের সচিব মো. কামাল উদ্দিনকে। তিনি যশোরের চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের কৃতি সন্তান।

রবিবার ৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি/পদায়ন করা হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারী মো. কামাল উদ্দিনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। ২ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মনিটরিং অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। এরআগে তিনি জাতীয় ভোক্তা অধিকারসহ জনপ্রশাসনের বিভিন্ন স্তরে সততা, যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে মো. কামাল উদ্দিন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ। এক বার্তায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সেক্রেটারি আজিজুর রহমান, সহসভাপতি রহিদুল ইসলাম খান, বিএম হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক এমএ রহিম ও বাবুল আক্তার, অর্থসম্পাদক আসাদুজ্জামান মুক্ত, দপ্তর সম্পাদক রায়হান হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ সচিব মো. কামাল উদ্দিনের সুস্বাস্থ্য-দীর্ঘায়ূ কামনা করে বলেন, তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হওয়ায় গোটা চৌগাছাবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি যেন সুস্থতার সাথে নিজের দায়িত্ব পালন করতে পারেন সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি। সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন তিনি দায়িত্বপালনকালে দেশের সাথে সাথে অবহেলিত চৌগাছার উন্নয়নে নিজের মেধা-সততা ও মমতা-আন্তরিকতা দিয়ে অবদান রাখবেন।

চৌগাছার আরেক কৃতি সন্তান ড. নাসিমুল গণি শেলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চৌগাছার কয়ারপাড়া গ্রামের কৃতি সন্তান এবং সচিবালয়ের সাবেক উর্দ্ধতন কর্মকতা ও লেখক মরহুম ওসমান গণির ছেলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলনও চৌগাছার কৃতি সন্তান। তিনি উপজেলার মাশিলা গ্রামের বাসিন্দা।