Print

Rupantor Protidin

মহেশপুরের বিভিন্ন সীমান্ত থেকে নারী-পুরুষসহ ১৭ জন আটক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৫ , ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার সময় নারী- পুরুষসহ ১৭ জনকে আটক করা হয়েছে। একই সময় ৩৬ বোতল ভারতীয় ফেনন্সিডিল উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার রাতে মহেশপুরের পলিয়ারপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ৩ জনকে আটক করে, শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪ জনকে আটক করে, খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২ জনকে আটক করে, সামন্তা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা ২ জনকে আটক করে ও বাঘাডাঙ্গা সীমন্তি দিয়ে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৫ জনকে আটক করে। আটক কৃতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

অপরদিকে, নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি ভুট্রা ক্ষেতের মধ্যে থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনন্সিডিল উদ্ধার করে। এঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে মামলা হয়েছে।