ঝিকরগাছায় এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু-মাটিকাটার দায়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে শাহীন হোসেন ও ঝিকরগাছা সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মসলেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকাররের নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি)’ সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত তাদের এই দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকার জানান, ধৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ধারা তৎসহ ১৫ (১) ধারা ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের উপর দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা হরিহর নদ-সংলগ্ন একটি পুকুর থেকে বেআইনিভাবে বালুমাটি কাটা হচ্ছে এমন প্রাপ্ততথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এই দন্ডাদেশ দেন।