Print

Rupantor Protidin

বেনাপোল সীমান্তের মানকিয়া থেকে ৯৬ কেজি গাঁজাসহ কারবারি মুন্না আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বেনাপোল সীমান্তবর্তী গ্রাম মানিকিয়া এলাকা থেকে ৯৬ কেজি গাঁজা সহ সবুজ হোসেন মুন্না নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৬ মার্চ) ভোরে মোঃ রাসেল স্কোয়াড্রন লিডার কোম্পানী অধিনায়ক র‍্যাব-৬, সিপিসি-৩,যশোর এর নির্দেশে র‍্যাবের একটি টিম আটক আসামীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার চালানটি আটক করেন।

আটক সবুজ হোসেন মুন্না বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মিনাজুল এর ছেলে।

 র‍্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীরা বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে।

পরে আভিযান চালালে বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে সবুজ হোসেন মুন্নাকে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে বাড়ির পেছনের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো ৯৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা মাত্র।

আসামি সবুজ হোসেন মুন্না যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহবিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।