Print

Rupantor Protidin

যশোর কোতয়ালি থানার নতুন ওসির যোগদান

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৫ , ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর কোতয়ালি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবুল হাসনাত দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

নবনিযুক্ত ওসি আবুল হাসনাত দায়িত্ব গ্রহণের পর রাতদিন নিউজকে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসি হিসেবে যোগদানের পরপরই তিনি থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, যশোর কোতয়ালি থানা জেলার গুরুত্বপূর্ণ থানা হিসেবে বিবেচিত হয়। নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।