Print

Rupantor Protidin

দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৫ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

নগরীর দেওয়ানজি পুকুর পাড় এলাকায় অর্ণব নামের একটি প্রতিষ্ঠানকে দেশি পোশাককে বিদেশি বলে বিক্রিসহ নানা অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার। অভিযানে অর্ণবসহ দেওয়ান বাজার এলাকার তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে দেখা গেছে, ‘অর্ণব’ প্রতিষ্ঠানটি দেশি পোশাক বিদেশি বলে বিক্রি করা, উচ্চমূল্যে পোশাক বিক্রি কিন্তু যথাযথ ক্রয় ভাউচার দেখাতে না পারা, অননুমোদিত বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রয়, বিভিন্ন পণ্যের নিজেরাই প্রাইস–গান ব্যবহার করে স্টিকার দিয়ে মূল্য ঠিক করে বিক্রি করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত ফুডল্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে অননুমোদিত এবং মূল্যহীন বিভিন্ন পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা এবং মোমিন রোডে অবস্থিত ‘সাহারা সুপার সপে’ অননুমোদিত কফি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করা ও শিল্প–রং খাবারের রঙ হিসেবে বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।