Print

Rupantor Protidin

ঝিনাইদহে একজনকে গুলি করে হত্যা চেষ্টা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৫ , ৩:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে আহত মতিয়ার রহামানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, মতিয়ার রহমান ভোররাতে সেহরী খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যায়। সেসময় ওৎ পেতে থাকা দুর্ববৃত্তরা তাকে লক্ষ করে ৩টি গুলি বর্ষণ করে। একটি গুলি তার শরীরে লাগে। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে বের করা চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। পূর্বশত্রুতার জেরে তরিকুলকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর স্বজনরা।

মহেশপুর থানা ওসি মোঃ ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকরে চেষ্টা করা হচ্ছে ।